যে বিষয়ে ‘নার্ভাস’ থাকেন তৃপ্তি
বিনোদন ডেস্ক: রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয়ের পর বলিউডে তুমুল আলোচনায় আসেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।
ভারতের জাতীয় ক্রাশ খেতাব পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে সংগ্রামের পথটা তার জন্য মোটেও সহজ ছিল না।
তিনি বলেন, প্রতিদিন তিন-চারটি করে অডিশন দিতেন টানা দেড় বছর ধরে। “অডিশন আমাকে ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়েও বেশি নার্ভাস করে তোলে,” মন্তব্য করেন তৃপ্তি। তার মতে, কাজ পাওয়ার পরও নতুন দায়িত্ব শুরু হয়—অভিনয়ে নতুনত্ব ধরে রাখা।

২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তৃপ্তির। এরপর ‘লায়লা-মজনু’, ‘বুলবুল’ ও ‘কলায়’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। তবে ক্যারিয়ারের বড় ব্রেক পান ‘অ্যানিমেল’-এ।
সম্প্রতি ধর্মা প্রোডাকশনের ‘ধড়ক টু’-এও অভিনয় করেছেন তিনি, যা ইতোমধ্যে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
বিআলো/শিলি