যে ১০ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা
dailybangla
23rd Jul 2025 3:41 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১০ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি শুরু হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, জেএসডি, এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদের নেতারা আমন্ত্রণ পাওয়ার কথা বলে সূত্রটি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বিআলো/শিলি