যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন: স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং জখম করার অভিযোগে এজাজুল বারী চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে নগরের হালিশহরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন হালিশহর থানায় ভুক্তভোগী ফরিদা ইয়াসমিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে ফরিদা ইয়াসমিন উল্লেখ করেন, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি ও এজাজুল বারী বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের তিন বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী বারী উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করেন এবং প্রাইভেট কার কেনার জন্য যৌতুকের টাকা দাবি করেন। এ কারণে ফরিদা ইয়াসমিনকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
এজাহারে আরও বলা হয়, যৌতুকের টাকা দিতে না পারায় ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে ফরিদাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন স্বামী। এরপর আর তাদের খোঁজখবর নেননি তিনি। পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এ বছরের ১ জানুয়ারি বারী সীতাকুণ্ডে গিয়ে শ্বশুরবাড়িতে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং হুমকি-ধমকি দেন।
শেষ পর্যন্ত ১০ সেপ্টেম্বর রাতে ফরিদা ইয়াসমিন ছেলেকে নিয়ে স্বামীর ডাকে নগরের হালিশহরের মঞ্জুর ভিলার ভাড়া বাসায় গেলে আবারও যৌতুকের জন্য চাপ দেন এজাজুল বারী। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে কৌশলে রক্ষা পেয়ে ফরিদা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. সবুজ বলেন, ফরিদা ইয়াসমিনের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই এজাজুল বারীকে গ্রেপ্তার করা হয়।
হালিশহর থানার ডিউটি অফিসার এসআই স্বপন কুমার জানান, শুক্রবার সকালে গ্রেপ্তার এজাজুল বারী চৌধুরীকে আদালতে পাঠানো হয়েছে।
বিআলো/এফএইচএস