রাইস ব্র্যান তেল রপ্তানিতে সরকারের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: ২৩ প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টন রাইস ব্র্যান তেল রফতানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখা থেকে এই অনুমোদনপত্র জারি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ওইসব প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি প্রদান করা হয়।
সূত্র জানায়, দুই প্রতিষ্ঠান মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বগুড়া মাল্টি অয়েল মিলস লিমিটেড ১০ হাজার টন করে রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি থেকে রাইস ব্র্যান অয়েল রপ্তানিতে কড়াকড়ি আরোপ করা হয়। দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য অনুমতি ছাড়া এই তেল রপ্তানি বন্ধ করা হয়। রপ্তানি করতে হলে আগে সরকারের অনুমতি লাগবে। এরপর থেকে সরকার আর কোনো রপ্তানির অনুমতি দেয়নি।
এই প্রথম ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান অয়েল রপ্তানির অনুমতি দিলো সরকার।
এনবিআরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭৫ হাজার টন রাইস ব্র্যান তেল রপ্তানি করে ৯৭৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছিল।
এই রপ্তানির একটি নির্দিষ্ট মেয়াদও দিয়ে দিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে। অনুমোদিত পরিমাণের বেশি কোনো প্রতিষ্ঠানই রপ্তানি করতে পারবে না বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিআলো/শিলি