রাউটার সংযোগ দুর্বল হওয়ার কারণ ও সমাধান
বিআলো ডেস্ক: ইন্টারনেটের গতি কমে যাওয়া কিংবা হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যায় ভুগছেন অনেকেই। ঘরে বা অফিসে ওয়াইফাই রাউটার থাকলেও সঠিক ব্যবহারের অভাবে এমন সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, রাউটারের অ্যান্টেনা ও অবস্থান এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। প্রতিদিন অন্তত ১০ মিনিট রাউটার বন্ধ রাখলে অনেক সময় সংযোগ সমস্যা কমে আসে। প্রয়োজনে অ্যান্টেনা পরিবর্তনের কথাও ভাবতে পারেন।
রাউটারের কাছাকাছি ব্লুটুথ ডিভাইস রাখলে সিগন্যাল দুর্বল হতে পারে। তাই এসব ডিভাইস দূরে রাখা ভালো। পাশাপাশি, রাউটার এমন ঘরে রাখা উচিত যেখানে বেশি ইন্টারনেট ব্যবহার হয় এবং যতটা সম্ভব উঁচু স্থানে স্থাপন করা দরকার।
রাউটারের অ্যান্টেনাগুলো চারদিকে ছড়িয়ে রাখলে সিগন্যাল সমানভাবে ছড়ায়। সব চেষ্টা ব্যর্থ হলে একবার রাউটার রিসেট করেও সমস্যার সমাধান মিলতে পারে।
এসব পরামর্শ মেনে চললে ওয়াইফাইয়ের গতি ও সংযোগ সমস্যার দ্রুত সমাধান পাওয়া সম্ভব।
বিআলো/শিলি



