রাকসু নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
মীর তোফায়েল হোসেন, রাজশাহী: রাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ শনিবার মোট ১৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে ছাত্র সংসদের ১১ জন এবং সিনেটের ৩ জন প্রার্থী রয়েছেন। প্রত্যাহারকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী ভিপি প্রার্থী মাহমুদুল হাসান।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানিয়েছেন, বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে মোট ১৪ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আগামীকাল (রবিবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনের জন্য ইতোমধ্যে ব্যালট বাক্সের নমুনা তৈরি হয়েছে। আজ সকালে নির্বাচন কমিশনে সেগুলো আনা হয়েছে। মোট ১০২টি ব্যালট বাক্স ব্যবহার করা হবে। ভোট গ্রহণ করা হবে ওএমআর শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর সিনেট ভবনে গণনা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে ডাকসু ও জাকসুর তুলনায় আরও কম সময়ে রাকসু নির্বাচনের ফল প্রকাশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, রাকসু নির্বাচনে মোট ২৬০ জন, সিনেট ছাত্র প্রতিনিধিতে ৬০ জন এবং ১৭টি হলে অনুষ্ঠিতব্য হল সংসদ নির্বাচনে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাকসুর ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৫ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত ৯টি প্যানেল ঘোষণা করেছে প্রার্থীরা।
বিআলো/তুরাগ