রাঙ্গাবালীতে দখলদার ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন
মোঃ ফরহাদ হোসেন বাবু: পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নে দখলদার ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জেলেরা অতিষ্ঠ হয়ে পড়েছে। মাছ ধরার সময় গত ৩ আগস্ট আক্তার শিকদার ও হৃদয় মিয়া জোরপূর্বক বাধ্য করা হয় মেম্বার মোজাম্মেলের বিরুদ্ধে স্বীকারোক্তি দিতে। এসময় তাদের দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় এবং ঘটনা ভিডিও রেকর্ড করা হয়।
জেলেরা অভিযোগ করেছেন, চর দখলকারী মিজু মল্লিক, বাচ্চু ফকির, বাবুল ফকির, খায়রুল ফকিরসহ আরও কয়েকজন স্থানীয়ভাবে সহিংসভাবে মানুষদের তাড়া করছে, চাঁদা দাবী করছে এবং দূর্নীতি করছে।
এ ঘটনার প্রতিবাদে ১০ আগস্ট বিকেলে ভুক্তভোগী জেলেরা চরমোন্তাজের দাঁড় ভাঙ্গা স্লুইসগেট সংলগ্নে মানববন্ধন আয়োজন করে। তারা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, যাতে করে এলাকায় আর কেউ দখলদারি, চাঁদাবাজি ও দূর্নীতি করতে না পারে।
উল্লেখ্য, ঘটনার একদিন আগে ২ আগস্ট নৌবাহিনীর বরাবর অভিযোগ দাখিল করা হয়, যেখানে গডফাদার মিজু মল্লিক, বাচ্চু ফকিরসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে চর দখল, চাঁদাবাজি ও দূর্নীতির অভিযোগ অন্তর্ভুক্ত ছিল।
বিআলো/এফএইচএস