রাঙ্গাবালীতে দুই আ.লীগ নেতা ডিবি পুলিশের জালে আটক
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের দুই নেতা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটক হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-আব্দুর রব (৬৩), রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মৃত আব্দুল মজিদ আলীর পুত্র।রিয়াজ হাওলাদার (৫৫), ছোট বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ও মৃত আব্দুর রশিদ হাওলাদারের পুত্র।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ওসি জসিম উদ্দিন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে ‘ডেভিলহ্যান্ড অপারেশন’ পরিচালনা করা হচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে তাদের আটক করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাঙ্গাবালী থানায় হস্তান্তর করা হয়েছে।”
সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিকভাবে বিভিন্ন অভিযোগ যাচাই করা হচ্ছে।
বিআলো/এফএইচএস



