• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজউকের ২০০৯–২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার নির্দেশ 

     dailybangla 
    10th Aug 2025 4:52 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গত ১৫ বছরের (২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত) আয়-ব্যয়ের হিসাব, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর এবং বরাদ্দ-সংক্রান্ত কার্যক্রমসহ সামগ্রিক আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নিরীক্ষা পরিচালনার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের Allocation of Functions, কর্মকর্তাদের Charter of Duties এবং মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুসরণ করে এ নিরীক্ষা সম্পন্ন করতে হবে। এর মাধ্যমে রাজউকের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং গত ১৫ বছরে আর্থিক ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা চিহ্নিত করা সম্ভব হবে।

    নিরীক্ষা কার্যক্রম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে, নিরীক্ষা শুরু হওয়ার আগে সংশ্লিষ্ট টিমের সদস্যদের বিস্তারিত তথ্য-যেমন নাম, পদবি ও মোবাইল নম্বর-মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

    মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিরীক্ষা কার্যক্রম শুরুর আগে যথাসময়ে রাজউককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা বাধ্যতামূলক। তিন মাসের মধ্যে নিরীক্ষা প্রক্রিয়া শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে।

    প্রসঙ্গত, রাজউক রাজধানীর পরিকল্পনা, উন্নয়ন, প্লট ও ফ্ল্যাট বরাদ্দ এবং হস্তান্তরসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। দীর্ঘ সময় ধরে এসব কার্যক্রমে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একাধিকবার দাবি উঠলেও, এবারই প্রথম এত দীর্ঘ সময়ের হিসাব একসঙ্গে নিরীক্ষার আওতায় আনা হচ্ছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031