কদমতলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
dailybangla
20th Aug 2025 5:16 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় বুধবার (২০ আগস্ট) ভোরে ২৪ বছর বয়সী গৃহবধূ জান্নাত মেহেদী সোভার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোভার চাচা রাসেল জানান, প্রায় ৫–৬ মাস আগে সোভার সঙ্গে ফারহান নামের একজনের বিয়ে হয়। বুধবার মধ্যরাতে তাদের মধ্যে ঝগড়া হয়। অভিমান করে সোভার রুমে গিয়ে গলায় ফাঁস দেন। পরে তার স্বামী ফারহান তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
সোভার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে। তার বাবার নাম মেহেদী মাসুদ সবুজ। সে কদমতলী এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিআলো/এফএইচএস