রাজধানীতে ঘন কুয়াশা, শীত আরও তীব্র হওয়ার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: শীতের দাপট বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। শনিবার দুপুর পর্যন্ত ঢাকায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে।
আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে। শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৭ ডিগ্রিতে।
এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশেই মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ অন্তত ১৭টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহ আসতে পারে, যার মধ্যে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
বিআলো/শিলি



