রাজধানীতে রাতভর বৃষ্টি, রাস্তায় হাঁটুসমান জল: জনদুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে রাতভর বজ্রসহ ভারি বৃষ্টির পর ভোর থেকেই বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। শহরের প্রধান সড়কগুলো ডুবে যায় পানিতে। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। ফলে অফিসগামী, কর্মজীবী মানুষ থেকে শুরু করে পূজার ছুটিতে গ্রামে যাত্রাকারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে বুধবার (১ অক্টোবর) ভোর পর্যন্ত চলে টানা বৃষ্টি।
এতে শহরের প্রধান প্রধান সড়ক তলিয়ে যায় পানিতে। কোথাও হাঁটুসমান আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় অনেক যানবাহন বিকল হয়ে পড়ে। অল্প যানবাহন রাস্তায় নামলেও সেগুলোও জলাবদ্ধতার কারণে গন্তব্যে পৌঁছাতে পারছে না, উল্টো সৃষ্টি হয়েছে যানজটের।
যাত্রীরা জানান, সড়কে বাস পাওয়া যাচ্ছে না, যে ক’টি বের হয়েছে সেগুলোও নষ্ট হয়ে দাঁড়িয়ে পড়েছে। সিএনজি-অটোরিকশায় ভেতরে বসেই ভিজতে হচ্ছে বৃষ্টিতে।
শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে হাঁটুজলে দাঁড়িয়ে থাকা নীলা বোস বলেন, পরিবারের সঙ্গে গ্রামে যেতে বের হলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে। নারী-শিশুদের নিয়ে দুর্ভোগ বাড়ছে।
চালকরাও ভোগান্তির শিকার। সিএনজি চালক আব্দুল মালেক বলেন, পানি ঠেলে কোনোমতে এগোলেও শেষ পর্যন্ত ইঞ্জিন বন্ধ হয়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ঢাকার অর্ধেক এলাকা অচল হয়ে পড়া কোনো নতুন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের চেনা সমস্যা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নদী দখল আর জলাধার সঙ্কুচিত হওয়ার ফলে এ দুর্ভোগ দিন দিন প্রকট হচ্ছে।
এদিকে নগরবাসীর অভিযোগ, নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।
বিআলো/শিলি