রাজধানীর আদাবরে অবৈধ গুলি উদ্ধার, যুবক গ্রেফতার
জসিম দেওয়ান: রাজধানীর আদাবর থানাধীন মেহেদীবাগ এলাকায় বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির তেজগাঁও বিভাগের আদাবর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে আদাবর থানার মেহেদীবাগ হাউসিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আব্দুস সোবাহান মিয়ার বাড়ির ভাড়াটিয়া একটি টিনশেড বসতঘর থেকে মো. সজল আকন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের গুলির একটির পেছনে ‘E’ এবং অপরটির পেছনে ‘K.F, 325 & W.L’ লেখা ছিল।গুলিগুলোর পেছনে ফায়ারিংয়ের চিহ্নও পাওয়া গেছে।
এছাড়া উদ্ধারকৃত চায়না রাইফেলের গুলির পেছনেও বিভিন্ন সিরিয়াল নম্বর ও চিহ্নিত লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিআলো/তুরাগ



