রাজধানীর গুলশানে ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে এক নারীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক। আটককৃত ব্যক্তিরা হলেন- একরাম হোসেন, নাইমুর রহমান, আতিক, শরিফ ও লোকমান।
রবিবার (৪ জানুয়ারি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গুলশানের নর্দা এলাকার মোড়েল বাজারে মারকাজুত তা’লীম আল ইসলামী মাদরাসার সামনে ওই নারীকে নির্যাতন করা হয়।
ভিডিওতে মধ্য বয়স্ক একজন নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা অবস্থায় দেখা যায়। এসময় তাঁকে ঘিরে কয়েকজন উল্লাস করতে থাকে। এমনকি তারা ওই নারীর শরীরে পানি ঢেলে দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ নিয়ে ওসি মোহাম্মদ রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, এই ঘটনায় কোনো মামলা হয়নি। ভিডিওটি নজরে আসার পর পুলিশ স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পাঁচজনকে আটক করা হয়।
ওসি রাকিবুল জানান, ওই নারী ভবঘুরে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি ওই নারী সেদিন সকালে মাদরাসায় প্রবেশ করেছিলেন। পরে অভিযুক্তরা তাকে চুরির অভিযোগে আটক করে এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতন করে।
বিআলো/এনএনইউ



