রাজধানীর ডেমরায় সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার সানারপাড় এলাকার একটি ভবনের চারতলা সিঁড়ি থেকে পড়ে সোনিয়া আক্তার (২৮) বছর বয়সী এক গৃহবধূ মৃত্যু হয়েছে।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১১টার দিকে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
মৃতাকে হাসপাতালে নিয়ে আসা তার স্বামী বশির মিয়া জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে আমি বাসা থেকে অফিসে যাই। পরে বাসা থেকে মুঠোফোনে জানতে পারি আমার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, আমাদের ঘরে একটি বেওয়ারিশ বিড়াল প্রতিদিন ঘরের হাণ্ডি-পাতিল ফেলে দেয় এবং খাবার নষ্ট করে দেয়, আজ সকালে ওই বিড়াল ঘরে ঢুকলে তাকে তাড়িয়ে দেওয়ার সময় চারতলা সিঁড়ি থেকে পা পিছলে নিচে পড়ে যায় সে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিআলো/শিলি