রাজধানীর বাজারে আবারও বাড়ল সবজি ও মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক: বছরের শুরুতেই রাজধানীর বাজারে শীতকালীন সবজি ও মুরগির দামে নতুন করে চাপ অনুভব করছেন ক্রেতারা।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ ও আলুর দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও বেশিরভাগ শীতকালীন সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, কুয়াশার কারণে সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।
বর্তমানে টমেটো ও পটোল কেজিপ্রতি ১০০ টাকা, শিম ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৬০ টাকা এবং গাজর ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও বেড়ে খুচরায় ৮০ থেকে ১০০ টাকায় উঠেছে।
মুরগির বাজারেও ঊর্ধ্বগতি রয়েছে। ব্রয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে ১৭০ টাকায় দাঁড়িয়েছে। সোনালি ও লাল লেয়ার মুরগির দামও বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।
ক্রেতারা অভিযোগ করছেন, ভরা মৌসুমে সবজির এমন দাম বাড়ার যৌক্তিক কারণ নেই এবং এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
বিআলো/শিলি



