রাজধানীর সূত্রাপুরে দিনের আলোয় দুর্বৃত্তের গুলিতে নিহত ১
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন তারিক সাঈদ মামুন (৫০) নামে একজন।
সোমবার সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোটরসাইকেলযোগে এসে দুই দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন। তবে পরিবারের দাবি, তিনি কোনো অপরাধে জড়িত ছিলেন না।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, গুলির শব্দ শুনে বাইরে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান এবং দ্রুত হাসপাতালে নেন।
সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, বিশ্লেষণ চলছে। হত্যাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।
বিআলো/শিলি



