রাজনীতিবিদরা নির্বাচনের সঙ্গে সংস্কারও চান: পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: জুলাই- আগস্টের গণহত্যার বিচার ও সংস্কারকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একজন নীতিনির্ধারক পরিবেশ উপদেষ্টা বলেছেন, সংস্কার কমিশন যেগুলো হয়েছে, মঙ্গলবারের (১২ নভেম্বর) মধ্যে বাকিগুলো চূড়ান্ত করা হবে। এর পরেই সংস্কারের কাজগুলো শুরু হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা সংস্কারের দাবিও অস্বীকার করছে না। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারে বাধা এসেছে এ রকম হয়নি।
পরিবেশ উপদেষ্টা সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে “বাংলাদেশে উদ্ভিদের লাল তালিকা বই” প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবির, অতিরিক্ত সচিব ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বিশ্বব্যাংকের সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিষ্ট ইশতিয়াক সোবহান, আইই সিএনএর প্রতিনিধি সরওয়ার আলম প্রমুখ।
বিআলো/তুরাগ