রাজনীতি নয়, জীবনের মঞ্চে আবারও আলো ছড়াতে চান কঙ্গনা
বিনোদন ডেস্ক: রাজনীতির মঞ্চে পা রেখেছিলেন দৃপ্ত আত্মবিশ্বাসে, কিন্তু অন্তরের গভীরে তিনি এখনো সেই অভিনেত্রী- যিনি আলো-ছায়ার খেলায় খুঁজে পান নিজের জীবনকে।
হিমাচলপ্রদেশের মান্ডি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি, কিন্তু আজ কঙ্গনা রানাউতের কণ্ঠে ভেসে আসে এক মৃদু দীর্ঘশ্বাস- “রাজনীতি এমন এক পেশা যেখানে পারিশ্রমিক কম, কিন্তু দায়িত্ব অনেক। শিল্পীদের অন্য পেশায় কাজ চালিয়ে যেতে দেওয়া উচিত।”
অভিনয়ের দুনিয়া থেকে ‘ইমার্জেন্সি’ সিনেমার পর কিছুটা দূরে ছিলেন কঙ্গনা। রাজনীতির ব্যস্ততায় হারিয়ে গিয়েছিলেন পর্দার রঙিন জগৎ থেকে। কিন্তু হৃদয়ের টান কি আর চুপ করে থাকতে দেয়?
সূত্রের খবর, নতুন করে ডাক এসেছে হলিউড থেকে। এক নতুন স্বপ্ন, এক নতুন চরিত্রের আহ্বান। কঙ্গনার কণ্ঠে শোনা গেল মৃদু হাসির সঙ্গে স্বীকারোক্তি-
“একজন সংসদ সদস্যের বেতন দিয়ে পরিবার চালানো কঠিন- তাই অভিনয়ে ফিরছি।”
রাজনীতির দায়িত্ব তাঁকে গর্বিত করে, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর মুহূর্তেই যেন তিনি খুঁজে পান নিজের সত্তাকে। হয়তো এভাবেই জীবন তাকে ফিরিয়ে নিচ্ছে সেই মঞ্চে, যেখানে চোখের ভাষায় বলা হয় গল্প, আর নিঃশব্দে ঝরে পড়ে ভালোবাসা।
বিআলো/শিলি



