রাজনৈতিক উত্তেজনা ঘিরে বরিশালজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
এইচ আর হীরা, বরিশাল: আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি (যার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে) ঘিরে বরিশাল নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ব্যস্ত এলাকায় বাড়ানো হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীতে সশস্ত্র টহলের পাশাপাশি সাঁজোয়া যান নিয়ে মহড়া দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন মোড়ে ও চৌরাস্তায় বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেল ও ছোট-বড় যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সন্ত্রাস দমন শাখা (সিটিএসবি) সদস্যরাও মাঠে রয়েছে, যাতে কেউ আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরকদ্রব্য বহন করতে না পারে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, “টহল কার্যক্রম নিয়মিত থাকলেও ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে তা আরও জোরদার করা হয়েছে। সন্ধ্যার পর থেকে রাতভর বিশেষ মহড়া চলছে।”
তিনি আরও জানান, লঞ্চঘাট, রূপাতলী ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, কাশিপুর বাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিবি টিম ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে পুলিশ কমিশনার জানান, সম্প্রতি নাশকতার পরিকল্পনার অভিযোগে কাশিপুর এলাকা থেকে মিন্টু নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “দুই যুবক ১৩ নভেম্বরকে ঘিরে নৌবহর বা পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা করছিল। হোয়াটসঅ্যাপে ‘ঢাকা চলো’ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে তাদের কথোপকথনের ভিডিওও পুলিশের হাতে এসেছে।”
গ্রেপ্তার মিন্টু বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লার সহযোগী বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম। তিনি জানান, মিন্টু অতীতে কাশিপুর এলাকায় মশাল মিছিলও পরিচালনা করেছিলেন।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নগরীর তিনটি প্রবেশদ্বারের কালিজিরা ব্রিজ, গড়িয়ারপাড় এবং দপদপিয়া সংলগ্ন খয়রাবাদ ব্রিজ এলাকায় কঠোর চেকপোস্ট বসানো হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন হাট, কাশিপুর, আমতলা মোড় ও সদর রোডেও চলছে তল্লাশি কার্যক্রম।
বিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন,“নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যেকোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে।”
বিআলো/তুরাগ



