রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা শুরু তানভীর হুদার
ওয়েবসাইট উদ্বোধন: রাজনৈতিক প্রচারণায় নতুন ধারা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসন (মতলব উত্তর–দক্ষিণ) থেকে মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা রাজনৈতিক প্রচারণা জোরদার করতে নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন ঘোষণা করেন। ওয়েবসাইটের ঠিকানা: www.tanvirhuda.com।
সাইটটিতে তার রাজনৈতিক কার্যক্রম, মতামত, নেতাকর্মীদের জন্য পরামর্শ দেওয়ার সুযোগ, যোগাযোগের তথ্য এবং গুরুত্বপূর্ণ লিংকসমূহ রাখা হয়েছে।
তানভীর হুদা তার উদ্বোধনী বার্তায় বলেন, “প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ থেকে আমার রাজনৈতিক প্রচারণার একটি নতুন অধ্যায় শুরু হলো। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনকে সামনে রেখে উদ্বোধন করলাম আমার অফিসিয়াল ওয়েবসাইট www.tanvirhuda.com।
সাইটটি নিয়মিতভাবে আপডেট করা হবে ইনশাআল্লাহ। সবাই সাইটটি ভিজিট করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের পরামর্শই এই সাইটটিকে আরও উন্নত ও কার্যকর করতে সাহায্য করবে।”
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, ওয়েবসাইট চালুর মাধ্যমে তানভীর হুদার রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার বলেন, “বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। আমাদের নেতা তানভীর হুদা এই ওয়েবসাইটের মাধ্যমে নেতাকর্মীসহ সাধারণ জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করতে পারবেন। বিএনপি’র সকল দিকনির্দেশনা ও তথ্য এখান থেকেই পাওয়া যাবে।”
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা বলেন, “ডিজিটাল মাধ্যমের ব্যবহার এখন রাজনৈতিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তানভীর হুদা এ পদক্ষেপের মাধ্যমে দলকে আরও এগিয়ে নিতে পারবেন।”
বিআলো/তুরাগ