রাজবাড়ীতে পদ্মার কাতলা ও আইড় মাছ বিক্রি সাড়ে ৫৭ হাজার টাকায়
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পদ্মা নদীতে ধরা পড়া একটি কাতলা ও একটি আইড় মাছ সাড়ে ৫৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার (আজ) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছের আড়তে নিলামে মাছ দুটি কেনেন স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ।
ব্যবসায়ী ও জেলেদের সূত্রে জানা যায়, ভোরে রাজবাড়ীর জাফরগঞ্জ এলাকার জেলে মন্টু হালদার পদ্মা নদীতে মাছ ধরতে যান। হরিরামপুর এলাকায় জাল ফেলে কিছুক্ষণ অপেক্ষার পর তিনি বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল গুটিয়ে নৌকায় তুললে দেখা যায়, একটি বড় কাতলা মাছ। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট বাজারে আনা হয়। রেজাউল মণ্ডলের আড়তে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে শাহজাহান শেখ ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি কেনেন।
একই সময় ওই আড়তেই নিলামে তোলা হয় আরেকটি বড় আইড় মাছ। রাজবাড়ী সদর উপজেলার গুদার বাজার এলাকায় সকালে জেলে টোকন হালদারের জালে মাছটি ধরা পড়ে। আইড় মাছটি শাহজাহান শেখ ২ হাজার ৭০০ টাকা কেজি দরে কিনে নেন।
শাহজাহান শেখ জানান, কাতলা মাছটির ওজন ছিল প্রায় সাড়ে ১৫ কেজি, যার মূল্য দাঁড়ায় ২৬ হাজার ৩৫০ টাকা। মাছটি এখনো বিক্রি হয়নি এবং পদ্মা নদীতে বেঁধে রাখা হয়েছে। আর আইড় মাছটির ওজন ছিল প্রায় সাড়ে ১১ কেজি। সেটি তিনি ৩১ হাজার টাকায় কিনে পরে ফেরিঘাটে নিজের আড়ত থেকে এক প্রবাসীর কাছে ৩২ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
বিআলো/ইমরান



