• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীতে অবৈধ ভাবে পুকুর ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন 

     dailybangla 
    07th Mar 2025 8:32 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু: রাজশাহীতে বোয়ালিয়া থানাধীন টিকা পাড়া বৌ বাজার মোড় সংলগ্ন (কেমিকো ঔষধ কোম্পানির পিছনে) পচার পুকুর ভরাট বন্ধ ও সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ ৭ই মার্চ শুক্রবার বিকেল ৪.০০ টায় ঐ পুকুর পাড়েই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস ও টিকা পাড়া এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

    এই এলাকার একজন বাসিন্দা ইফতেখার বলেন, “এই পুকুরটি চার এলাকার মানুষের জন্য একান্ত জরুরী এবং এই পুকুর ছাড়া আশেপাশে এক দেড় কিলোমিটার এর মধ্যে আর কোন পুকুর নেই। তিনি আরো বলেন, বিগত দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় এই পুকুরটির পানি ব্যবহার করেই আগুন নেভানো হয়েছিল। এই পুকুরটি এই এলাকার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে। এটির সুরক্ষা নিশ্চিত করতে হবে, বিএনপি বা জামায়াত যারাই এই পুকুর ভরাটের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে”।

    মানববন্ধনে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি শামীউল আলীম শাওন বলেন, “হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্বেও রাজশাহীতে দেদারসে পুকুর ভরাট চলমান রয়েছে। ঘোষপাড়ার জোড়া পুকুরটির পুনরুদ্ধারের কথা উল্লেখ করে তিনি বলেন এই পুকুরটিও দ্রুত সংরক্ষনের ব্যবস্থা করতে হবে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নগরীর ৯৫২ টি পুকুর পুনরুদ্ধার করতে হবে”।

    ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, রাজশাহীর আর কোন পৃকুর হত্যা করতে দেয়া হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুর ভরাট করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ব্যক্তি মালিকানাধীন সকল পুকুর, জলাশয়, জলাধারগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করতে হবে, প্রয়োজনে অধিগ্রহণ করতে হবে।

    বক্তারা আরো বলেন, এই পুকুরটা না থাকলে সাগরপাড়া, খুলিপাড়া, মহলদার পাড়া, টিকাপাড়া, মাছুয়া পাড়ার মানুষের নিত্য দিনের নানাবিধ কাজ করার আর কোন জায়গা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পুকুরটি সংরক্ষণের বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930