রাজশাহীতে কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৩৬ জন
সুমন সরদার: রাজশাহী জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেল ৩৬ জন। ২৯ মে রাজশাহী জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ এর কার্যক্রমের অংশ হিসেবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের (প্রাথমিকভাবে) নাম ঘোষণা করেন রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল এবং নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড় উপস্থিত ছিলেন। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সবাই স্বচ্ছতা ও নিরেপক্ষতায় নিয়োগ প্রক্রিয়ায় জেলা পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের অভিভাবকবৃন্দও তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। উক্ত কার্যক্রমে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তারসহ আরো উপস্থিত ছিলেন নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি