রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন তৌকির
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর সপুরা গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। মঙ্গলবার বিকেল তিনটায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তার মরদেহ নিয়ে আসা হয়। এরপর রাজশাহী সেনানিবাসে আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নগরীর উপশহর তিন নম্বর সেক্টরে অবস্থিত তার ভাড়া বাসায় নিয়ে আসা হয় তোকিরের কফিনবন্দি মরদেহ।
এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয়জনদের গগন বিদারী আর্তনাতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। প্রিয় মুখটি একনজর দেখার জন্য আগে থেকেই শতশত নারী পুরুষ জড়ো হতে থাকে “আশ্রয়” ভবনের সামনের রাস্তায়। এ সময় অতিরিক্ত ভিড়ের কারণে সেখানে লাশ নামানো সম্ভব হয়নি। পরে সরাসরি জানাযা স্থল মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় তৌকিরের মরদেহ। সেখানেও প্রচুর মানুষের ঢল নামে। বিকেল সাড়ে চারটায় জানাযা নামাজ শেষে নগরীর সপুরা গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও র্যাব এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজশাহী বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ওই বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গুরুতর আহত হন। পরে সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিআলো/তুরাগ