রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষ নিহত ১, শিশুসহ আহত ৩০
নজরুল ইসলাম জুলু: রাজশাহীর দুর্গাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১ নারী নিহত হয়েছে। এছাড়া আশঙ্ক জনক অবস্থায় আরো তিন জনকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ প্রায় ৩০ জন আহত হয়েছে।
শনিবার (২২ ফ্রেবুয়ারী) সকালে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিউরকুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম ফেরদৌসী (৫০) বেগম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় আজ সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের পরিবার অভিযোগ করে বলেন, চলতি মাসের ৭ তারিখে সাইনুল, মামুনুর রশিদ ও জাহিদ হাসানসহ তার লোকজন এসে দেশীয় অস্ত্র দিয়ে তাদের জমিতে থাকা ৪৫ টি আমের গাছ কেটে ফেলে। ওই সময় পুলিশকে খবর দেওয়া হলেও প্রায় তিন ঘন্টাপর ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ পুলিশের সামনেই প্রাননাশের হুমকি দেওয়া হয় ভুক্তভোগীদের। ঘটনার পর রাতে থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক ভাবে কোন ব্যবস্থা নেয়নি দূর্গাপুর থানা পুলিশ। তারা আরো অভিযোগ করে বলেন, পুলিশ যদি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতো তাহলে প্রানহানীর মতো ঘটনা ঘটতো না।
এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. দরুল হদা জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
বিআলো/তুরাগ