রাজশাহীতে ধর্ষণ মামলার পর ভয়ে ঘর ছাড়া ভূক্তোভোগী পরিবার
প্রতিবন্ধী ভাতিজীকে ধ*র্ষণ করল চাচা, মামলা করায় বাড়িতে হামলা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার দমদমা গ্রামের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ গত ২৬ অক্টোবর সকালে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ওই নারীর চাচা স্থানীয় প্রভাবশালী আজিজুল। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়ে গত ২৮ অক্টোবর পুঠিয়া থানায় মামলা করেছে ওই নারীর মা। এরপর থেকেই বিষয়টি ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে স্থানীয় বিএনপি নেতা তৌহিদুল মাস্টার সহ তার সাঙ্গ পাঙ্গরা। নানারকম হুমকি ধামকি আর হামলার ভয়ে এখন ঘর ছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান,জীবীকার তাগিদে প্রতিবন্ধীর বাবা-মা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরী করেন। এদিকে প্রতিবন্ধী ওই মেয়ে দাদি ও চাচার কাছে থাকতেন। গত ২৬ অক্টোবর সকালে বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় স্থানীয় প্রভাবশালী আজিজুল। বিষয়টি জানাজানি হলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তৌহিদুল মাস্টার। মামলা না করতে ১লক্ষ ২৫ হাজার টাকার প্রস্তাব দেন তিনি। ভুক্তভোগী পরিবার এতে রাজি না হয়ে থানায় মামলা করতে গেলে সেখানেও বাধা প্রদান করেন তহিদুল মাস্টার। বিনিময়ে বিষয়টি সমাধান করার প্রলোভন দেখানোর পাশাপাশি থানায় মামাল দায়ের করতেও বাঁধা দেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় গত ২৮ অক্টোবর ওই নারীর মা বাদি হয়ে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা তৌহিদুল মাস্টারের নেতৃত্বে তাদের বাড়ি ঘরে হামলা চালানো হয়।নানারকম হুমকি ধামকি আর হামলার ভয়ে বর্তমানে ঘর ছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অসহায় প্রতিবন্ধী নারীর চাচা আলাউদ্দিন অভিযোগ করে বলেন. ধর্ষণের মামলা দায়েরের পর তৌহিদ মাস্টারের নেতৃত্বে আফতাব, শহিদুল, বাক্কার ও মৃত সেরাজ আলীর ছেলে ধর্ষণ মামলার আসামি আজিজুল এবং তার পরিবারের সদস্যরা সহ বেশ কয়েকজন স্থানীয় যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। জীবন বাঁচাতে আমরা পালিয়ে যাই। বর্তমানে আমরা কেউ বাড়িতে থাকতে পারছিনা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে তিনিই প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
এদিকে স্থানীয়রা বলছেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। আমরা এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি দাবি করছি যাতে কেউ আর প্রতিবন্ধী নারীর সাথে এমন অমানবিক ঘটনা ঘটানোর সাহস না পায়।
এবিষয়ে কথা বলতে স্থানীয় বিএনপি নেতা তৌহিদুল মাস্টারকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন জানান, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর তাদের বাড়ি ঘরে হামলার ঘটনা আমাদের জানা নেই।
বিআলো/তুরাগ







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
