রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
দুর্গাপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রেজাউল করিম।
এসময় ব্যারিস্টার রেজাউল করিম বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি—তিনি একজন আপসহীন নেত্রী।”
তিনি আরও বলেন, “নির্যাতন ও জুলুমের মধ্য দিয়েও তিনি দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। আমরা দ্রুত তার রোগমুক্তি কামনা করছি, যাতে তিনি আবারও দেশকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিতে পারেন।”
বিআলো/তুরাগ



