রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, ১০ জেলায় শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক: চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে। আজ মঙ্গলবার সেখানে তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই তাপমাত্রাই এখন পর্যন্ত এ মৌসুমের সর্বনিম্ন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাজশাহীতে সেই রেকর্ড ভেঙে তাপমাত্রা আরও কমে যায়। একই সঙ্গে রাজশাহীসহ দেশের আরও নয়টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। তবে চলতি মাসের ১০ বা ১১ তারিখের দিকে শীতের তীব্রতা কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শৈত্যপ্রবাহের মধ্যেও রাজশাহীর নগরীতে স্বাভাবিক জীবন থেমে নেই। আজ সকালেও কাজের খোঁজে বের হয়েছেন বহু শ্রমজীবী মানুষ। তীব্র শীত উপেক্ষা করে তারা নগরের বিভিন্ন এলাকায় জড়ো হন।
বর্তমানে যেসব জেলায় শৈত্যপ্রবাহ চলছে সেগুলো হলো রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।
আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি হলে মৃদু, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।
এর আগে মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, জানুয়ারি মাসে দেশে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র হওয়ার সম্ভাবনাও রয়েছে।
বিআলো/শিলি



