• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীতে শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত 

     dailybangla 
    30th Sep 2025 11:55 pm  |  অনলাইন সংস্করণ

    পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পরিদর্শন শেষে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশের আশ্বাস

    মো: খালেক: রাজশাহী মহানগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় তিনি ধর্মসভা মন্দির পরিদর্শন করে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পরে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মণ্ডপের সভাপতি ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপস্থিত ভক্তবৃন্দকে উৎসবের শুভেচ্ছা জানান।

    মিডিয়ার সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার বলেন, “বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গোৎসব। এটি নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

    তিনি আরও জানান, নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মণ্ডপগুলোতে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাঠ পর্যায়ে দায়িত্বে রয়েছে। এছাড়া, গুজব প্রতিরোধে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করছে।

    প্রতিমা বিসর্জন সংক্রান্ত ব্যবস্থা সম্পর্কে পুলিশ কমিশনার জানান, মুন্নুজান ঘাট, আইবাঁধ ও পুলিশ লাইন রাজশাহীর ঘাটগুলোতে পৃথক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে বিসর্জনের দিন বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

    পরিদর্শনে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মীর মো: শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মো: মমিনুল করিম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) মাঈনুল ইসলাম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: রিয়াজুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: গাজিউর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন কমিটি ও মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পুলিশ কমিশনার আশা প্রকাশ করেছেন, উৎসবের শেষ পর্যন্ত রাজশাহীতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক এবং শান্তিপূর্ণ থাকবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930