রাজশাহীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ৩
এক মাসের গোয়েন্দা নজরদারির পর ভোররাতে অভিযান, দেশি-বিদেশি অস্ত্র, বিস্ফোরক ও প্রযুক্তি সরঞ্জাম জব্দ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট) ভোররাতে বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী জানায়, এক মাসেরও বেশি সময় ধরে চলা গোয়েন্দা নজরদারির ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযান শুরু হয়। আটককৃতরা হলেন- মোন্তাসেরুল আলম আনিন্দো, মো. রবিন এবং মো. ফয়সাল।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জামের মধ্যে রয়েছে- ২টি বিদেশি রিভলভার ও গুলি, ১টি এয়ার গান, ৬টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস, টিজার গান, বিপুলসংখ্যক দেশি-বিদেশি কার্টিজ, অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, একাধিক কম্পিউটার সেট, নগদ টাকা, দেশি-বিদেশি মদ এবং নাইট্রোজেন কার্টিজ, যা বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হবে।
গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং অভিযান এখনও চলমান রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অস্ত্র ও বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে দেশের স্বার্থে কঠোর অবস্থান নেওয়া হবে।
বিআলো/এফএইচএস