• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীর দুর্গাপুরে বিএনপির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর 

     dailybangla 
    21st Oct 2025 7:39 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে বিএনপির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় নেতাকর্মীরা জানান, বিকেলে ব্যারিস্টার রেজাউল করিমের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় পালশা উচ্চ বিদ্যালয় মাঠে। প্রায় দুই হাজার মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠান শেষের চার ঘণ্টা পর পালশা প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয় বিএনপির একটি ক্লাবে ভাঙচুর চালানো হয়।

    নওপাড়া ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মতিন বলেন, ‘বর্তমানে বিএনপির নামধারী কিছু লোক, যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী ছিলেন, তারাই রাতের আঁধারে ক্লাবে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে। ক্লাবে থাকা চেয়ারও ভেঙে ফেলে।’ তিনি অভিযোগ করেন, ‘ঘটনার দায় প্রকৃত ত্যাগী নেতাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।’স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম বলেন, ‘বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের শাস্তি দাবি করছি।

    ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুর মন্ডল বলেন, ‘যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, তারা কখনোই শহীদ জিয়া, খালেদা জিয়া বা তারেক রহমানের ছবি ভাঙচুর করতে পারে না। যারা ভাঙচুর করেছে, তারা আওয়ামী লীগের দোসর। ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, ‘যারা আওয়ামী লীগের সময়ে সুবিধাভোগী ছিল, তারাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। আমরা তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031