রাজশাহীর দুর্গাপুরে বিশুদ্ধ পানির ব্যবস্থা করলেন রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লন্ডন জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিমের উদ্যোগে রাজশাহীর দুর্গাপুরের জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থার অংশ হিসেবে টিউবওয়েল স্থাপন করা হয়েছ। আজ মঙ্গলবার(২৬ আগস্ট) সকালে দুর্গাপুরের শামপুর বাজারে এটি স্থাপন করা হয়। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে জানিয়ে প্রবাস ফেরত লন্ডন জিয়া পরিষদের ভাই চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ” বিএনপি হচ্ছে মাটি ও মানুষের দল।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা জীবন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠা করা দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা বাস্তবায়নের আলোকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা হচ্ছে। তিনি আরো বলেন, আমি এই এলাকার সন্তান হিসেবে এলাকার উন্নয়নে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি পিছিয়ে পড়া পুঠিয়া দুর্গাপুরের মানুষের ভাগ্য উন্নয়নে আগামীতেও তা অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী শাহ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলামী সরকার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বিআলো/ইমরান