রাজশাহীর বাগমারায় খাদ্য গুদামে ১৬শ মেট্রিক টন পচা চাউল, তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামে সাত কোটি টাকা মূল্যের ১৬শ মেট্রিক টন খাওয়ার অনুপযোগী চাউল ক্রয়ের ঘটনায় জেলায় তোলপাড় শুরু হয়েছে। জেলা প্রশাসন ইতোমধ্যে ওই চাউল ফেরত দিয়ে মানুষের খাওয়ার উপযোগী মানসম্পন্ন চাউল কেনার নির্দেশ দিয়েছে।
গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম ভবানীগঞ্জ খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি শত শত বস্তায় দুর্গন্ধযুক্ত ও পচা চাউলের নমুনা সংগ্রহ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে খাদ্য গুদাম সিলগালা করে দেন।
ইউএনও মাহবুবুল ইসলাম জানান, এ ধরনের চাউল গো-খাদ্যের জন্যও অনুপযোগী। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে এলাকাবাসী অবিলম্বে অনুপযোগী চাউল ফিরিয়ে নেওয়া এবং তার পরিবর্তে খাওয়ার উপযোগী মানসম্পন্ন চাউল মজুদ করার দাবি জানিয়েছেন।
বিআলো/তুরাগ