রাজশাহীর সাবেক কাউন্সিলর আল মামুন মাদকসহ গ্রেফতার
dailybangla
09th Aug 2025 2:58 pm | অনলাইন সংস্করণ
মীর তোফায়েল হোসেন, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর ও ক্যাবল ব্যবসায়ী আল মামুনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব-৫। তিনি আট মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর তালাইমাড়ি এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় তাকে আটক করা হয়। রাত সাড়ে ৯টার দিকে সড়ক বিভাজনে গাড়ি উঠিয়ে দিলে স্থানীয়রা গাড়িটি ঘিরে ধরে। পরে র্যাবের টহল দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা এবং প্রাইভেট কারটি জব্দ করে।
আল মামুনের বিরুদ্ধে মাদক গ্রহণসহ বিভিন্ন অভিযোগে মোট আটটি মামলা রয়েছে। এ ঘটনায় নগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।
বিআলো/এফএইচএস