• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীর সাবেক মেয়র লিটন ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে দুদকের ৩ মামলা 

     dailybangla 
    22nd Apr 2025 7:41 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু: রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আকতার রেনী এবং বড় মেয়ে ডা. আনিকা ফারিহা জামান অর্নার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

    তিনি বলেন, সাবেক মেয়র লিটন ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১০ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়াও, তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৫১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

    অন্যদিকে, তার স্ত্রী শাহীন আকতার রেনীও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ২৪৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে ৭৬ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৮০২ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও দুদকের হাতে এসেছে। এ অভিযোগে শাহীন আকতার ও তার স্বামীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

    তৃতীয় মামলাটি করা হয়েছে তাদের কন্যা ডা. আনিকা ফারিহা জামান অর্নার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি পিতার সহযোগিতায় ৬ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৭৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ৫টি ব্যাংক হিসাবে ২ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৫৭৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এই মামলায় অর্নার পাশাপাশি তার পিতাকেও আসামি করা হয়েছে।

    দুদক জানায়, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাওয়ার পরই এই তিনটি মামলা দায়ের করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930