রাজশাহী রেলস্টেশনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
নজরুল ইসলাম জুলু , রাজশাহী: রাজশাহী রেলস্টেশানে যাত্রীদের সেবাপ্রদানে হয়রানি, টিকিট কালোবাজারিসহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগে শতর্কতামূলক অভিযান চালিয়েছে দুদক। এ সময় স্টেশানের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ডেকে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে শতর্ককরে দুদকের কর্মকর্তারা।
এর আগে বুধবার দুপুরে দুদকের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশানে আসেন। পরে স্টেশান সুপারের কক্ষে টিকিট, যাত্রীসেবা, কুলির ভাড়ায় অনিয়ম এবং সেবা সংক্রান্ত কর্মীদের ডেকে শতর্ককরেন। ঈদ-উল-অযহাকে ঘিরে সেবার মান ঠিক রেখে যে কোন হয়রানি বন্ধে শতর্ক করে দুদুক। এমন অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনি ব্যবস্থাও নেয়াহবে বলে জানায় দুদকে বিভাগীয় কার্যালয়।
অভিযানে উপস্থিত ছিলেন, মোঃ আমির হোসাইন, সাহকারী পরিচালক, দুদক, রাজশাহী জেলা।
শারমিন আক্তার, উপ-সাহকারী পরিচালক, দুদক, রাজশাহী জেলা। মোঃ মাহাবুবুর রহমান, উপ-সাহকারী পরিচালক, দুদক, রাজশাহী জেলা। তানভীর আহমেদ সিদ্দিক, দুদক, রাজশাহী জেলা। রাজশাহী রেলস্টেশানে যাত্রীদের সেবাপ্রদানে হয়রানি, টিকিট কালোবাজারিসহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগে শতর্কতামূলক অভিযান চালিয়েছে দুদক।
এ সময় স্টেশানের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ডেকে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে শতর্ককরে দুদকের কর্মকর্তারা।
এর আগে বুধবার দুপুরে দুদকের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশানে আসেন। পরে স্টেশান সুপারের কক্ষে টিকিট, যাত্রীসেবা, কুলির ভাড়ায় অনিয়ম এবং সেবা সংক্রান্ত কর্মীদের ডেকে শতর্ককরেন। ঈদ-উল-অযহাকে ঘিরে সেবার মান ঠিক রেখে যে কোন হয়রানি বন্ধে শতর্ক করে দুদুক। এমন অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনি ব্যবস্থাও নেয়াহবে বলে জানায় দুদকে বিভাগীয় কার্যালয়।
অভিযানে উপস্থিত ছিলেন মোঃ আমির হোসাইন, সাহকারী পরিচালক, দুদক, রাজশাহী জেলা।
শারমিন আক্তার, উপ-সাহকারী পরিচালক, দুদক, রাজশাহী জেলা। মোঃ মাহাবুবুর রহমান, উপ-সাহকারী পরিচালক, দুদক, রাজশাহী জেলা। তানভীর আহমেদ সিদ্দিক, দুদক, রাজশাহী জেলা।
বিআলো/শিলি