• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে, ছিল না হাতকড়া 

     dailybangla 
    03rd Aug 2025 1:16 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

    রোববার (৩ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। তবে হাজিরার সময় তার হাতে কোনো হাতকড়া ছিল না।

    আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলাটিতে এদিন প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ হয়। মামলাটি চলছে শেখ হাসিনার অনুপস্থিতিতে।

    ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত কথিত হত্যাযজ্ঞ নিয়ে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে শেখ হাসিনাসহ চারটি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত শীর্ষ ১৭ নেতার বিরুদ্ধে ছয়টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার সর্বশেষ ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হলেও তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইন অনুসারে বিচার প্রক্রিয়া একতরফাভাবে চলবে।

    মামলায় সাক্ষ্য দিতে যাঁরা প্রস্তুত, তাঁদের মধ্যে রয়েছেন— আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, লেখক ও গবেষক বদরুদ্দিন উমর, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক নাহিদ ইসলাম, লেখক উমামা ফাতেমা এবং ‘জুলাই আন্দোলনে’ নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031