রাতেই কোরবানির বর্জ্য অপসারণ: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার সময় কোরবানির পর সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, “আশা করি, রাতের মধ্যেই কোরবানির বর্জ্য পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এই বর্জ্যের কারণে ঢাকাবাসীর ঈদ আনন্দে কোনো বিঘ্ন ঘটবে না।”
শনিবার (৭ জুন) দুপুরে, রাজধানীর কলাবাগান শিশু পার্ক সংলগ্ন এসটিএস (Secondary Transfer Station) কেন্দ্রে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে এ মন্তব্য করেন।
তিনি বলেন, কোরবানির পর বর্জ্য পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ। সময়মতো অপসারণ না হলে এসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ায় এবং নানা রোগবালাইয়ের জন্ম দেয়। সেই বিবেচনায়, ঢাকার দুই সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ নিয়েছে।
এ সময় তিনি আরও বলেন, পশু কোরবানির জন্য সিটি করপোরেশন নির্ধারিত স্থান নির্ধারণ করেছিল। কিন্তু এরপরও অনেকেই যত্রতত্র কোরবানি দিচ্ছেন। এতে আমাদের কাজ কিছুটা কঠিন হয়ে পড়ে। তবে প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী মাঠে কাজ করছেন। আমরা আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই সবকিছু সম্পন্ন হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবো। দুপুর ১২টার পর থেকে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
এর আগে কলাবাগান এসটিএসে বেলচা দিয়ে ট্রলিতে বর্জ্য ফেলে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টি বিতরণ করেন।
বিআলো/সবুজ