• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা 

     dailybangla 
    19th Dec 2025 10:35 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর আপাতত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। শুক্রবার দুপুর থেকেই মরদেহ কোথায় নেওয়া হবে—তা নিয়ে আলোচনা চললেও, বিমান অবতরণের কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, আজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না মরদেহ।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

    মরদেহ গ্রহণের পর তা একটি ফ্রিজিং ভ্যানে তোলা হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ভ্যানটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের উদ্দেশে রওনা হয় এবং প্রায় আধা ঘণ্টার মধ্যে হাসপাতালের হিমঘরে পৌঁছায়।

    ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) সকালে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।

    উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031