রাবিতে ইসলামী ছাত্রশিবিরের ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির তাদের প্রার্থী প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ঘোষণা করেছে।
রোববার সন্ধ্যায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে প্যানেল ঘোষণা করেন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহায়মিন।
প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মোস্তাকুর রহমান জাহিদ (অ্যাগ্রোনমি বিভাগ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষ), সাধারণ সম্পাদক (জিএস) পদে ফাহিম রেজা (ফলিত রসায়ন বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ) এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এস এম সালমান সাব্বির (পরিসংখ্যান বিভাগ, ২০১৯-২০ শিক্ষাবর্ষ) মনোনয়ন পেয়েছেন। জাহিদ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ফাহিম সাবেক সমন্বয়ক এবং সালমান জুলাই আন্দোলনের নেতা হিসেবে পরিচিত।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীতরা হলেন: ক্রীড়া সম্পাদক: হামিদুল্লাহ নাঈম, সহক্রীড়া সম্পাদক: আবু সাইয়্যেদ সামী, সাংস্কৃতিক সম্পাদক: জাহিদ হাসান, সহসাংস্কৃতিক সম্পাদক: রাকিবুল ইসলাম, মহিলা সম্পাদক: সাইয়্যেদা হাফসা, সহমহিলা সম্পাদক: সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক: নাজমুস শাকিব, সহতথ্য ও গবেষণা: সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মুজাহিদুল ইসলাম, সহমিডিয়া ও প্রকাশনা: আসাদুল্লাহ আল গালিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: হাসান হাওলাদার, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুজাহিদুল ইসলাম সায়েম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান লস্কর, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক: নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক: মাসুমা ইসরাত মুমু।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল হক কামালি ও খালিদ হাসান।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ৪ থেকে ৭ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল, ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে, এবং ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
বিআলো/এফএইচএস