রামগঞ্জে শতাধিক দৃষ্টি ও বাক প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র ও সাদাছড়ি বিতরণ
জহিরুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে রামগঞ্জে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার রামগঞ্জ উপজেলার পানিয়ালা কামার রোডস্থ আবুল হাশেম ভবনের দ্বিতীয় তলায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রাপ্ত শীতবস্ত্র এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ের পক্ষ থেকে সরবরাহকৃত সাদাছড়ি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা দৃষ্টি প্রতিবন্ধী শাখার সভাপতি মো. ফয়সালের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মো. শাকিল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মমিন উল্যাহ স্বপন, কেন্দ্রীয় দৃষ্টি প্রতিবন্ধী সংসদের অর্থ সম্পাদক মো. হারুন অর রশিদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, হুমায়ুন আহমেদ, শফিকুল ইসলাম সাগর মোল্লা, হান্নান চৌধুরী, জামাল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনযাত্রা সহজ করতে এ ধরনের মানবিক কার্যক্রম অত্যান্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
বিআলো/আমিনা



