রামগঞ্জে হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
dailybangla
17th May 2025 5:47 pm | অনলাইন সংস্করণ
জহিরুল ইসলাম, রামগঞ্জ(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর রামগঞ্জ এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জের প্রান্তিক জনগোষ্টির সেবায় হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি সেবামূলক প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট ব্যাবসায়ী শিক্ষানুরাগী রফিক উল্যাহ মাষ্টারের উদ্যোগে এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় শনিবার সকালে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নয়নপুর বাংলাবাজারে অনুষ্ঠিত হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিতা কেটে ওই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেছেন আল মদিনা গ্রুপের চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন।
রামগঞ্জ পৌর জামায়াতের সাধারন সম্পাদক মাওঃ ইসমাইল ইলিয়াছের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মোঃ মাহফুজ খানের সঞ্চালনায় এ উপলক্ষে স্থানীয় স্কলার্স স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আবদুল মন্নান, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, ইছাপুর ইউনিয়ন জামায়াতে আমীর মাওঃ ওমর ফারুক, ইছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান মোল্লা, বিশিষ্ট শিক্ষানুরাগী নূর হোসেন স্বপন, স্কলার্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাহমুদ মিলন, লতিফগঞ্জ বাজার কমিটির সভাপতি বোরহান উদ্দিন, ডাঃ আবুল খায়ের, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ।