রামগঞ্জে ৩ শতাধিক শিক্ষার্থী পেল স্কুল ড্রেস
জহিরুল ইসলাম (রামগঞ্জ) লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে রামগঞ্জ মোহাম্মদীয় চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে আর এইচ এল হাউজিং লিমিটেডের উদ্যোগে এ সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)-এর মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন ও জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারী, লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ, ভিপি শাহা আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আবু তাহের, উপজেলা জামায়াতের শুরা সদস্য দেওয়ান মো. ইউছুফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ, পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিম হোসাইন, উপজেলা যুবদল সভাপতি কবির হোসেন কানন, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদার এবং জেলা যুবদল নেতা আতিকুর রহমান রিপন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ আর এইচ এল হাউজিং লিমিটেডের এমন মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখতে রামগঞ্জের বিত্তবান সমাজের প্রতি আহ্বান জানান।
বিআলো/শিলি



