রায়পুরে বণিক সমিতির নির্বাচন শনিবার, প্রতিদ্বন্দ্বিতা ৫৪ প্রার্থীর
রাত পোহালেই ভোট উৎসব, ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা ৫৪ জনের
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (৫ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে রায়পুর বণিক সমিতি নির্বাচন ২০২৫। দীর্ঘ চার দশক পর আয়োজিত এই নির্বাচন ঘিরে রায়পুর বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,৬২৪ জন, যারা সকাল থেকে নির্দিষ্ট ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৪ জন প্রার্থী।
সভাপতি পদে লড়াই করছেন চারজন—সাইফুল ইসলাম মুরাদ (চেয়ার), ইব্রাহীম খান (আনারস), আব্দুর রব সিদ্দিক (টিউবওয়েল) ও সাব্বির মিয়াজি (হরিণ)।
অন্যান্য পদে প্রার্থীদের সংখ্যা:
সিনিয়র সহ-সভাপতি: ৭ জন, সহ-সভাপতি: ৫ জন, সাধারণ সম্পাদক: ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক: ৩ জন, সাংগঠনিক সম্পাদক: ২ জন, দপ্তর সম্পাদক: ৩ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ৪ জন, যোগাযোগ ও প্রচার সম্পাদক: ২ জন, কোষাধ্যক্ষ: ৪ জন, সমাজসেবা ও ধর্ম বিষয়ক সম্পাদক: ৩ জন,পাঠাগার ও লাইব্রেরি সম্পাদক: ৩ জন, সদস্য পদপ্রার্থী: ১১ জন
এ নির্বাচনে রায়পুর প্রেসক্লাবের পাঁচজন সদস্য বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন:
মো. জহির হোসেন (দপ্তর সম্পাদক, প্রতীক: ডাব), মো. সোহেল আলম (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, প্রতীক: ক্রিকেট ব্যাট), মো. ওমর ফারুক মুক্তার (যোগাযোগ ও প্রচার সম্পাদক, প্রতীক: মাইক), মো. তানভীর হোসেন (সদস্য, প্রতীক: উড়োজাহাজ), মো. হাবিব খান (সদস্য, প্রতীক: পানির গ্লাস)
রায়পুর বাজারের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, তারা এমন কাউকে নেতৃত্বে দেখতে চান, যিনি সৎ, নির্ভীক এবং ব্যবসায়ীদের স্বার্থে সর্বদা কাজ করবেন।
নির্বাচন প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, “ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।”
নির্বাচন ঘিরে ইতোমধ্যেই প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা ও ভোটারদের মাঝে আলোচনা তুঙ্গে। সব মিলিয়ে দীর্ঘদিন পর রায়পুর বণিক সমিতির নির্বাচন এলাকাজুড়ে নতুন এক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
বিআলো/তুরাগ