• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রায়পুর পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

     dailybangla 
    27th Sep 2024 10:27 pm  |  অনলাইন সংস্করণ

    নাঈম হোসেন, লক্ষ্মীপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার সকালে পৌর শহরের কামিল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রায়পুর পৌর জামায়াতের আমীর হা. ফজলুল করিম ভূঁইয়া এর সভাপতিত্বে ও সেক্রেটারি এড. কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া

    বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের শূরা সদস্য মমিন উদ্দিন আহম্মেদ পাটওয়ারী, অধ্যাপক মনির আহমদ, রায়পুর উপজেলা আমীর মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদা, সেক্রেটারি এড. আব্দুল আউয়াল রাসেল, পৌর প্রচার সম্পাদক ফজলুল করিম, জেলা শিবিরের সভাপতি মনির হোসাইন, সাবেক সভাপতি সাইফ রাকিব, পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ ৫ শতাধিক কর্মী।সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনম নিজাম উদ্দিন।

    এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। ইনশাআল্লাহ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930