রায়েরবাগে ডিবির অভিযানে ২০০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
রায়েরবাগে ২০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ মাদক কারবারি সাইফুল ইসলাম গ্রেফতার
ইবনে ফরহাদ তুরাগ: রাজধানীর যাত্রাবাড়ী থানার আওতাধীন রায়েরবাগ এলাকা থেকে ২০০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ মো. সাইফুল ইসলাম (২৩) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।
বুধবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে রায়েরবাগ বিশ্বরোড সংগলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফুট ওভার ব্রিজের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগের একটি সূত্র জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তথ্য অনুযায়ী, ওই স্থানে কিছু মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছিল। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে ২০০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ সাইফুলকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত।
ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি সূত্র।
বিআলো/নিউজ