রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা বিমানবন্দর থেকে গ্রেফতার
dailybangla
06th Feb 2025 11:54 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বিদেশে পলায়নকালে থেকে তামান্না জেরিন নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে সিআইডি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
সিআইডি জানায়, জেরিন নেপালে পালানোর উদ্দেশ্যে বিমানবন্দরে অবস্থান করছিলেন। তিনি বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে নানী থানায় মামলা রয়েছে।
অভিযোগ রয়েছে, তার পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো।
বিআলো/শিলি