রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: প্যাসিফিক অঞ্চলে সুনামি সতর্কতা জারি
আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক আট।
তবে প্রথমে রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিলো আট দশমিক সাত।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পটি রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৭৮ মাইল বা ১২৬ কিলোমিটার দূরে ১৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।
রাশিয়ায় ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্যাসিফিক অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে।
দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভও জানিয়েছেন যে ওই ভূমিকম্পের ফলে কামচাটকা উপকূলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়েছে।
ফলশ্রুতিতে রাশিয়াসহ জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সেইসাথে, আলাস্কার দূরবর্তী আলেউটিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশে, প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি আছে।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ এক ভিডিও বার্তায় বলেন, “আজকের ভূমিকম্পটি অত্যন্ত গুরুতর ছিল এবং এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন।” সূত্র: বিবিসি বাংলা
বিআলো/শিলি