রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিলেন ট্রাম্প
আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যদি আমি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট হই, তাহলে আপনারা দেখতে পাবেন কিছু একটা ঘটবে।
হোয়াইট হাউসের ওভাল অফিসে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরকির সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমার পুতিনের উদ্দেশে কোনো বার্তা নেই, সে জানে আমি কোথায় অবস্থান করছি। সে একদিকে অথবা অন্যদিকে একটি সিদ্ধান্ত নেবে। ’
তিনি বলেন, ‘যা কিছু তার সিদ্ধান্ত হবে, আমরা হয়তো খুশি হবো অথবা অখুশি। আর যদি আমরা অখুশি হই, তাহলে আপনারা কিছু ঘটতে দেখবেন।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে স্থবির আছে বলে মনে হচ্ছে। কেননা এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের নেতাদের মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে চান, কিন্তু পুতিন এ বিষয়ে আগ্রহ দেখাননি।
যদিও ট্রাম্প এখনও স্পষ্ট করে বলেননি যে,পুতিন সহযোগিতা না করলে তিনি কী করবেন।
তবে ট্রাম্প মস্কোর প্রতি নরম মনোভাব রাখার অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং বলেন, রাশিয়ান তেল কেনার জন্য ভারতের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা তার কঠোর অবস্থানের প্রমাণ।
তিনি আরও ইঙ্গিত দেন যে আরও নিষেধাজ্ঞা আসতে পারে।
তিনি বলেন, আপনি একে ‘কোনো পদক্ষেপ নয়’ বলছেন? আমি এখনো ‘ফেজ টু’ বা ‘ফেজ থ্রি’ করিনি’। তবে তিনি বিস্তারিত বলেননি।
ট্রাম্প জানান, তিনি খুব শিগগিরই জেলেনস্কির সঙ্গে কথা বলবেন এবং এরপরই জানতে পারবেন পরবর্তী পদক্ষেপ কী হবে।
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ট্রাম্প বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।
এর আগে জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা বলেছিলেন, তারা একটি ফোনালাপের প্রত্যাশা করছেন।
বিআলো/শিলি